Friday, September 30, 2016

ঘরেই তৈরি করুন  মজাদার কাপাচিনো কফি ।

make coffee without coffee maker
cappuccino coffee

বর্তমানে এমন খুব কম মানুষই আছেন যারা কফি ভালোবাসেন না। আর তারুন্যের আড্ডা কি এক মগ গরম ধোঁয়া-ওঠা কফি ছাড়া পূর্ণতা পায়? মোটেই না! কিন্তু নিজ ঘরে যে কফি তৈরি হয় তাতে কেন যেন কফি শপের মজাটা ঠিক মেলে না। এমনকি ফেনা বা ফোমটাও থাকে না বেশীক্ষণ। কিন্তু কাপাচিনো কফির মজাটাই যে এর ফোমে। আর এজন্যই কাপাচিনো কফির জনপ্রিয়তা

অনেকে মনে করেন মেশিন ছাড়া সুন্দর কফি বানানো যায়না। পুরোপুরি ভুল কথা। বাসায় বসেও আপনি রেস্টুরেন্টের চেয়েও ভালো কফি বানতে পারবেন।


উপকরনঃ
১। কফি 
২।পানি 
৩।ফুল ক্রিম তরল দুধ
৪।চিনি 

 প্রনালীঃ

একটি কাপ বা মগে কফি আর চিনি নিন, এবারে চা চামচের ১ ১/২ চামচ পানি দিন ও নাড়তে থাকুন। খেয়াল রাখবেন বেশি পানি দেবেন না।
এবারে নাড়তে নাড়তে যখন চিনি গলে কফির সাথে মিশে সাদা ক্রীমের মত হয়ে যাবে তখন আলাদা পাত্রে দুধ গরম করে নিন।এখন দুধ টা ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে ভাল করে বিট করুন যতক্ষন পর্যন্ত না ভাল ভাবে ফেনা উঠে। দুধে ফেনা উঠে এলে এবারে গরম দুধ মগের একটু উপর থেকে আস্তে আস্তে ঢালুন। দেখবেন কফির ফেনা তৈরী হচ্ছে। তারপর চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নিন।
সৌন্দর্য বাড়াতে ওপরে ছড়িয়ে দিতে পারেন মিহি কফি বা চকলেটের গুঁড়ো

মনে রাখবেন-
দুধটা মেশাবেন সবার শেষে। আর কফি ও চিনি যত বেশী সময় ধরে মিক্স করবেন তত বেশী ফেনা হবে। আর তখন আপনি যতক্ষণ ধরেই কফি পান করুন না কেন, খাওয়া শেষেও ফেনাটা রয়েই যাবে।

তবে আর দেরি কেন? আজই এক্ষুণি ঘরে বসেই বানিয়ে ফেলুন কাপাচিনো কফি আর চমকে দিন পরিবার, বন্ধুবান্ধব কিংবা একান্ত কাছের মানুষটিকে

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।


Recipe by : Shatabdi J.
আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh

0

Sunday, September 25, 2016

দারুন মজার ইলিশ মাছ ভাজা রেসিপি |

 Bangladeshi Style Hilsha Frish
Hilsha Frish fry

ইলিশ মাছ ভাজা, খুব সাধারন এই রান্নাটি বাংলাদেশের ঘরে ঘরে খুবই প্রিয়।বৃষ্টির দিনে ঘরে বসে গরম গরম খিচুড়ির বা ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজার স্বাদ যে অমৃত সমান তা প্রায় সব বাঙালিরই জানা।  'ইলিশ ভাজা' খেতে মজা | কম মসলায় ইলিশ মাছ ভাজা।  বেশি তেল-মসলার খাবার যাদের পছন্দ নয় তাদের জন্য।



উপকরণঃ

 ইলিশ মাছ - ৪ পিছ

 হলুদ গুড়া – হাফ চা চামচ

মরিচ গুড়া – ১ চা চামচ

পিঁয়াজ কুঁচি - ১/২ কাপ

শুকনা মরিচ -৩-৪টি

লবন – স্বাদ মতো

 সয়াবীণ তেল – ১ কাপ

প্রস্তুত প্রণালীঃ

১. মাছ পরিষ্কার করে পিছ করে কেটে ধুয়ে নিন।

২. তেল ছাড়া সব উপকরন দিয়ে মেখে ১৫ মিনিট রাখুন

৩. এবার চুলায় ফ্রাইপেন চাপিয়ে তেল দিন

৪. তেল গরম হলে মাছের পিছ গুলো একে একে দিন

৫. ৫ মিনিট পর উল্টিয়ে দিন

৬. এভাবে মাঝারি আঁচে লাল লাল করে ভেজে তুলুন।

৭. বাকি অবশিষ্ট তেলে শুকনো মরিচ এবং পিঁয়াজ লাল করে ভেজে তেল সহ পিঁয়াজ ভেজে রাখা মাছের উপরে ঢেলে দিন।

এবার গরম ভাতের সাথে ইলিশ মাছ  পিয়াজ এবং ভাজা শুকনো মরিচ দিয়ে পরিবেশন করুন।

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : Shatabdi J.
আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh

0

Saturday, September 24, 2016

আম দিয়ে বানিয়ে ফেলুন বোম্বাই মরিচের টক ঝাল আচার।

বোম্বাই মরিচের টক ঝাল আচার
বোম্বাই মরিচের আচার 
টক মিষ্টি বাহারি আচারের পাশাপাশি ঝাল আচার ও কিন্তু কম যায় না। বোম্বাই মরিচ খেয়ে দেখেনি এমন বাঙালী হয়ত খুঁজে পাওয়া যাবে না। আমরা বাঙালীরা সবাই কম বেশি ঝাল খাই। আমি দেখেছি যারা বোম্বাইর ঝাল খেতে ভয় পায় তারাও বোম্বাই মরিচের মাতাল করা গন্ধের পাগল থাকে।আমি personally spice/ ঝাল যুক্ত খাবার টাই  বেশি পছন্দ করি। আর বোম্বাই মরিচ বলতে তো আমি অজ্ঞান। কিন্তু সারা বছর ধরে বোম্বাই মরিচ পাওয়াটা খুব একটা সহজ না বিশেষ করে শীতকালে।কিন্তু তাতে কি বোম্বাই মরিচের আচার আছে তো।বোম্বাই মরিচের আচার গরম ভাতে বা আলু ভর্তা ,খিচুরী ,মুড়ি মাখার স্বাদ বাড়িয়ে দেয় ১০০গুন। এক বার বানিয়ে নিলে ১ বছর ধরে খাওয়া যায়।আর সারা বছর ধরে উপভোগ করা যায় সেই গন্ধ সেই স্বাদ।
প্রস্তুত করার সময়ঃ ১০ মিনিট।   রান্না করার সময়ঃ১০ মিনিট।

উপকরণ :
আম :১ বড় টি *(ছোট টুকরো করে কাটা )    
বোম্বাই মরিচ : ২০-৩০ টি

সরিষার তেল :১ কাপ  
সরিষা বাটা: ২ টেবিল চামচ
মেথি বাটা :১ চা চামচ
মৌরি বাটা :২ চা চামচ
জৈন বাটা :১ চা চামচ
পাঁচফোড়ন :১ চা চমটি
হলুদ গুড়া :১/২ চা চামচ
লবন :পরিমান মত
চিনি :১/২ কাপ

ছুরি
 গ্লাভস


 প্রস্তুতি :  আম: প্রথমে আম টাকে ধুয়ে ছোট ছোট টুকরো করে কাটতে হবে। এবং আমের টুকরো গুলতে লবন মেখে ১ ঘন্টা রেখে দিতে হবে। ১ ঘন্টা পর আমে কিছু জল বের হবে সেগুল ফেলে দিয়ে আমের টুকরো গুলোকে নরমাল জলে ধুয়ে নিংড়ে নিতে হবে।এবার আমের টুকরো গুলোতে একটু লবন এবং হলুদ মেখে ১ দিন রোদে দিতে হবে।




বোম্বাই মরিচ : বোম্বাই মরিচ কেনার সময় খেয়াল রাখতে হবে মরিচ গুলো যেন অর্ধক পাকা অর্ধেক কাঁচা হয় তাতে আচারের কালার ভাল আসবে। ছুরি ও গ্লাভসের সাহায্যে সবুজ বোম্বাই মরিচের সব বিচি ফেলে দিলাম। (মরিচের বিচিতেই বেশি ঝাল থাকে) মরিচের বিচি ফেলে দিলে আচারের ঝাল স্বাভাবিক থাকবে।


 
প্রস্তুতপ্রণালী:

প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ভাল করে গরম করে নিন।গরম তেলে পাঁচফোড়ন ছেড়ে দিন। এবার একে একে সব বাটা মশল্লার সাথে হলুদ ,লবন দিয়ে হালকা করে ভেঁজে নিন (খুব বেশি ভাজলে মশল্লা কাল  হয়ে যাবে)।মশল্লা কষানো হলে আমের টুকরা গুলো ও চিনি দিয়ে দিন। এবার ভাল করে নেড়ে আম ও মশল্লা মিশিয়ে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিন। কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে চুলায় না লেগে যায়। (৫-৬) মিনিটের মধ্যে আম কষানো হয়ে যাবে এইবার বোম্বাই মরিচ গুলো দিয়ে দিতে হবে। বোম্বাই মরিচ দিয়ে আবার কষাতে হবে (৪-৫) মিনিটের মধ্যে মরিচ সিদ্ধ হয়ে উপরে তেল উঠে আসবে। ব্যস হয়ে গেল বোম্বাই মরিচের টক ঝাল আচার।এবার কড়াই চুলা থেকে নামিয়ে আচার ঠান্ডা করে কাঁচের বোতলে ভরে রাখুন। আর সারা বছর ধরে আলু ভর্তা ,খিচুরী ,মুড়ি মাখার সাথে ঝাল বোম্বাই মরিচের স্বাদ নিন।

এই আচার ফ্রিজে রেখে এক বছর সংরক্ষণ করা যাবে।


আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : Shatabdi J.
আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

ফলের গায়ে স্টিকার এর মানে জানেন ? 


জেনে নিন প্রয়োজনীয় কিছু টিপস
সংগৃহীত


বড় কোন সুপারমার্কেট বা কোনও ফলপট্টি থেকে আপেল, কমলা অথবা অন্য যে কোনও ফল কেনার পূর্বে নিশ্চই লক্ষ্য করেছেন ফলের গায়ে একটি করে স্টিকার লাগানো থাকে। সেই ক্ষেত্রে ভাবছেন যে ভালোই হবে তাই অনেক সময় বেশি দাম দিয়েও কিনে ফেলেন। কিন্তু ফলের গায়ে সাঁটা স্টিকারে কী লেখা থাকে, ভালো করে দেখেছেন কখনও? বা যদি দেখেও থাকেন তাহলে কি কিছু বুঝেছেন ? তাহলে স্টিকারের মানেগুলো বুঝে নিন -




১. স্টিকারে যদি দেখেন ৪ সংখ্যার কোড নম্বর রয়েছে এবং সেটা শুরু হচ্ছে ৩ বা ৪ দিয়ে, এর মানে হল, কোনও ফার্মে ওই প্রোডাক্টির চাষ হচ্ছে বিংশ শতকের মাঝামাঝি সময় থেকে। যার অর্থ, কৃত্রিম সারে ব্যবহারের মাধ্যমেই চাষ হয়েছে।



২. যদি কোনও ফলের গায়ে ৫ সংখ্যার কোড দেওয়া স্টিকার দেখেন, যার শুরুটা ৯ দিয়ে, অর্থ, চিরাচরিত প্রথাতেই চাষ হচ্ছে। হাজার হাজার বছর আগেও যে ভাবে চাষ হত, সে ভাবেই। মানে, কোন রকম রাসায়নিক

সার বা কীটনাশক দেওয়া হয় না। সম্পূর্ন প্রাকৃতিক পদ্ধতিতে, জৈব সার প্রয়োগের মাধ্যমে চাষ হয়।

৩. স্টিকারে যদি ৫ ডিজিট কোড থাকে এবং শুরুটা ৮ সংখ্যা দিয়ে হয়, তার মানে ওই ফলটি GMO বা জেনেটিক্যালি মডিফায়েড। সোজা বাংলায় এটা হাইব্রিড ফল। তবে রাসায়নিক সার দিয়েই সচরাচর এই হাইব্রিড ফলগুলোর চাষ হয়।

 এটা পড়ে নিশ্চিত স্টিকার ভালো করে না- দেখে আর ফল কিনবেন না। তবে একটা কথা। অনেকেই মনে করেন এত দেখা দেখি
করে ফল কেনা সম্ভব নয়। অনেকে মনে মনে এটা মেনেই নিয়েছেন, সৃষ্টিকর্তার নাম নিয়ে যা খাচ্ছি তাতেই শুকরিয়া।
এখন থেকে যখনই ফল কিনে খান না কেন তার আগে ফলটা বাসায় নিয়ে বালতির ভেতরে কমপক্ষে ১ ঘন্টা
ভিজিয়ে রাখুন। তাহলে অন্তত উপরেব্যবহৃত কোন রাসায়নিক থাকলে সেটা পানির সাথে মিশে তলানিতে জমা হবে।
নিরাপদে ফল খেতে পারবেন।


0

টমেটো সস বানানোর রেসিপি ।
টমেটো সস 
টমেটো সস ।
টমেটো -৫ কেজি
লবন -১ চা চামচ
টেস্টিং সল্ট -১ চা চামচ 
সিরকা -১/২ কাপ
চিনি -১.১/২ কাপ
মরিচের গুড়া -১ চা চামচ
পিয়াজ কুচি -১ টেবিল চামচ
রসুন কুচি -২ চা চামচ
আদা কুচি -১ চা চামচ
তেজপাতা ,দারুচিনি -মোট ৪ পিচ
কর্নফ্লয়ার -২ চা চামচ

প্রনালী ↣টমেটো ধুয়ে টুকরা করুন।রস সহ নিবেন।এখন একটি হাড়িতে টমেটো, পিয়াজ কুচি, রসুন কুচি,আদা কুচি, দারচিনি ও তেজপাতা একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে কম আঁচে চুলায় বসান।মাঝে মাঝে নেড়ে দিবেন নইলে নিচে পোড়া লেগে যাবে। টমেটো সিদ্ধ হয়ে ঘন হলে একটি ঘুটনি দিয়ে ভাল করে ঘুটে একটি প্লাস্টিকের চালনিতে চেলে বিচী ফেলে দিন।এবার টমেটোর রস,লবন,চিনি,মরিচের গুড়া,টেস্টিং সল্ট ও সিরকা একসাথে মিশিয়ে আবার চুলায় বসিয়ে জ্বালদিন। এরপর জলে কর্নফ্লয়ার গুলিয়ে সসয়ে মিশিয়ে নিন। এতে করে সস ঘন হবে। সস্ ঘন হলে নামিয়ে ঠান্ডা করে বোতলে ভরুন। এই সস্ এর স্বাদ এবং গন্ধ একেবারে প্রানের টমেটো সস্ এর মত। অনেক দিন সংরক্ষণ করতে চাইলে সোডিয়াম বেনজয়েট গুলে দিতে হবে।

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : Shatabdi J.
আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

রেসিপিঃ মুগ ডালের সাদা ভুনা খিচুড়ি |

সুস্বাদু ভুনা খিচুড়ির রেসিপি
ভুনা খিচুড়ির 

উপকরণ : (৪ জনের জন্য )
-পোলাওর চাল ২ কাপ , (বড় কাপের)
-ভাজা মুগ ডাল ১ কাপ , (বড় কাপের)
-পেঁয়াজ (১/২কাপ),
-রসুন ও আদা বাটা (১ ও ২ চা চামচ),
-গরম মসলা (দারুচিনি, এলাচ) ৪/৫ টা ,
-লবঙ্গ ২টি,
-কয়েকটা তেজপাতা,
-ঘি দুই টেবিল চামচ,
-তেল (১/২কাপ)
-লবণ স্বাদ মতো,
-চিনি স্বাদ মতো,
-কাঁচামরিচ ৪-৫টি এবং
-পানি পরিমাণ মতো।
প্রস্তুত প্রনালি:
চাল ও ভাজা মুগ ডাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে বাতাসে রাখুন। হাঁড়িতে তেল ও ১ টেবিল চামচ ঘি দিন। হাঁড়ির তেল গরম হলে এতে আস্ত গরম মসলা,লবঙ্গ ও তেজপাতা দিন।গরম মশল্লার সুবাস বের হলে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তার মত করে ভেজে কিছু  পেঁয়াজ উঠিয়ে রাখুন। এরপর হাঁড়িতে আদা রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে কষাতে হবে |কষানো মশল্লায় চাল ও মুগ ডাল দিয়ে ভালো করে ভাজতে হবে। এরপর ভাজা হলে ৫ কাপ পানি, লবণ ও চিনি দিয়ে নাড়ুন। ফুটে উঠলে ঢেকে দিন। মৃদু আঁচে ২০-২২ মিনিট দমে রাখুন।


এই খিচুড়ি পোলাওয়ের মতো ঝরঝরে হবে। উপরে ১ টেবিল চামচ ঘি এবং পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : Shatabdi J.
আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh

0

 হাঁসের ঝাল মাংসের রেসিপি
 হাঁসের ঝাল মাংসের রেসিপি

হাঁসের মাংস সাধারণত শীত কালেই বেশি খাওয়া হয়।কারন শীত কালে হাঁসের গায়ে তেলের পরিমান বেশি থাকে।  তবে ঝাল হাঁসের মাংস আমার all time favorite. হাঁসের মাংস খেতে গিয়ে নাকের জল, চোখের জল এক হলেও এর স্বাদ তখন দ্বিগুন হয়ে যায়। তাই আজ আপনাদের জন্য সাধারণ একটি ঝাল হাঁসের মাংসের রেসিপি দিলাম। 
প্রস্তুত করার সময়ঃ ২০মিনিট।
রান্না করার সময়ঃ ৩০মিনিট। 
উপকরণঃ 

হাঁস ১টি, (চামড়া সহ / চামড়া ফেলে দিতে পারেন )
নতুন আলু ছোট ৫/৬ টি ,
পেঁয়াজ কুচি ১ কাপ,
রসুন বাটা ২ চা চামচ,
জিরা বাটা ২ চা চামচ,
আদা বাটা ১ টেবিল চামচ,
মরিচ গুঁড়ো ২ চা চামচ, (ঝাল বুঝে মরিচ গুঁড়ো বেশি বা কম করতে পারেন )
হলুদ গুঁড়ো ১ চা চামচ,
দারুচিনি ৩ টুকরা,এলাচ ৪টি,
তেজপাতা ২/৩ টুকরো ,
কাঁচামরিচ ৫ টি,
আস্ত শুকনো মরিচ ৩টি,
তেল আধা কাপ,
গরম পানি ২/৩ কাপ।
লবণ স্বাদ মত ,
জায়ফল গুঁড়ো এক চিমটি।

রান্নার প্রস্তুত প্রনালীঃ 

 0. আস্ত নতুন আলু গুলো ছিলে আমি হালকা করে লবন ও হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মাংস সিদ্ধ হতে সময় লাগবে তাই      আস্ত আলু নিয়েছি নতুবা আলু লগে যাবে। 
১. হাঁড়িতে তেল গরম করে গোটা মশল্লা দিয়ে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন।
২. এবার কাঁচা মরিচ ও জায়ফল গুঁড়ো বাদে সব মসলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটু পানি দিয়ে আরো কষাতে হবে।
৩. এরপর মাংস ও লবণ দিন। মৃদু আঁচে মাংস ভালোমতো কষিয়ে তেল ওপরে উঠলে মাংসে গরম পানি দিন। (হাঁসের মাংশ সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে )
৪. মাংস সিদ্ধ হয়ে ঝোল মাখা মাখা হলে কাঁচামরিচ ও জায়ফল গুঁড়ো দিয়ে কিছুক্ষণ রেখে দিন।
৫. গরম ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন।

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : Shatabdi J.
আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Friday, September 23, 2016

রান্না করার সময় টুকটাক টিপস জানা থাকলে রান্না ভালো হয় এবং সময়ও বাঁচেবে।

রান্না-বান্নার কিছু গুরুত্বপূর্ণ টিপস
কিছু গুরুত্বপূর্ণ টিপস

টিপস:

* সবজির রঙ ঠিক রাখতে ঢাকনা দিয়ে জ্বাল না দেয়াই ভালো। আর কিছু  সবজি আছে যেগুলো সামান্য সেদ্ধ করে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললেও রান্নার পরও রঙ ঠিক থাকে।
* কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময়, যা দেবেন তার সঙ্গে সামান্য লবন দিল। তাহলে আর তেল ছিটবেনা।
* খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধটা ফেটে যায় দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভাল করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না।

* চিনেবাদাম ও কাজুবাদাম তেলে ভেজে পরে রান্নায় ব্যবহার করুন খাবারের স্বাদ বাড়বে।

* সেমাই বা মিষ্টিজাতীয় খাবারে অনেকে বাদাম ব্যবহার করেন। বাদামে যদি তেল মেখে পরে তাওয়ায় ভাজেন তাহলে তেল কম লাগবে। নয়তো শুকনো ভাজতে গেলে তেল বেশি লাগবে।

* ওল, কচু অথবা কচুশাক রান্না করলে তাতে কিছুটা তেঁতুলের রস বা লেবুর রস দিয়ে দিন। তাহলে খাওয়ার সময় গলা চুলকানোর ভয় থাকবে না।

* কেক বানাতে যদি ডিমের পরিমাণ কম হয়, তার বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন কর্নফ্লাওয়ার।

* অনেক সময়ই তাড়াতাড়ি স্যুপ রান্না করতে গিয়ে তা পাতলা হয়ে যায় তখন দুটো আলু সেদ্ধ করে স্যুপে মিশিয়ে ফোটালে স্যুপ ঘন হবে।
* আলু ও ডিম একসঙ্গে সেদ্ধ করুন। দুটো দুই কাজে ব্যবহার করলেও সেদ্ধ তাড়াতাড়ি হবে.

0

রেসিপিঃ কাঁঠালের সিদ্ধ বীচির ভর্তা!!


কাঁঠালের সিদ্ধ বীচির ভর্তা

কাঁঠালের বীচি ভর্তা

কাঁঠাল খেতে যেমন সুস্বাদু তেমনি এর বিচি ভর্তাও আর বেশি সুস্বাদু।তবে আমি কাঁঠাল খাইনা ,শুধু বীচির জন্য কাঁঠাল কিনি। তাই আজ আপনাদের জন্য থাকছে নতুন স্বাদের মজাদার কাঁঠাল বীচির ভর্তা। আগে খেয়েছেন কি এই ভর্তা? না খেয়ে থাকলে এখই তৈরি করে খান আর আমাকে জানান আপনার ভর্তাটা কেমন হল। তাহলে জেনে নিন রেসিপি।
প্রস্তুত করার সময়ঃ ১০ মিনিট।
রান্না করার সময়ঃ ৮মিনিট।
যা যা লাগবে
কাঁঠাল বীচি- ১ কাপ,

শুকনা মরিচ- ৫/৬ টি,

পেয়াজ কুচি- ২ টেবিল চামচ,

রসুন কুচি- ১ চা চামচ,

লবন, তেল আন্দাজ মত !!!

যেভাবে করবেন

কাঁঠাল বীচি ছিলে পানিতে ১০ মিনিট ভিজিয়ে রেখে লাল আস্তরণ উঠিয়ে ফেলুন। এবার পানিতে একটু লবন দিয়ে কাঁঠাল বীচি গুলো ভাল করে সিদ্ধ করে নিন।প্যানে তেল দিয়ে শুকনা মরিচ, পিঁয়াজ, রসুন লাল করে ভেজে নিন।এবার সব এক সাথে পাটায় বেটে লবন ও তেল দিয়ে মেখে নিন।এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন।

কাঁঠালের সিদ্ধ বীচির ভর্তা
কাঁঠালের বীচি ভর্তা

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।


Recipe by : ShatabdiJ.
নিচে আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's cooking Studio Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh

0

মজাদার লাউ চিংড়ির রেসিপি !!!

মজাদার লাউ চিংড়ির রেসিপি
লাউ চিংড়ির রেসিপি

লাউ আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি। এটি একটি সাধারণত শীতকালীন সবজি । লাউ একই সঙ্গে সুস্বাদু এবং পুষ্টিকর একটি সবজি। ঝোল, লাবড়া, নিরামিষ, ভাজি কিংবা সালাদ হিসেবেও খাওয়া যায় এই তরকারি।আপনি যদি ওজন কমানোর কথা ভেবে থাকেন তাহলে খাবার তালিকায় লাউ রাখুন। লাউ একটি কম ক্যালোরি সম্পন্ন ডায়েট। লাউয়ের ৯৬% হলো পানি। লাউয়ে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে এবং খুবই কম ক্যালোরি থাকে যা ওজন কমাতে অত্যন্ত সহায়ক। তাই ওজন কমানোর চিন্তা করছেন যারা তাঁরা বেশি করে লাউ খান। জ্বর, ডায়রিয়া ও অন্যান্য বড় ধরণের অসুখে শরীরে পানির অভাব দেখা দেয়। প্রচুর পরিমাণে পানি বের হয়ে যায় বলে পানি শূন্যতার সৃষ্টি হয়। তাই এ ধরণের অসুখের সময় প্রচুর পরিমাণে লাউ খেলে শরীরের পানিশূন্যতা দূর হয়ে যায় এবং শরীর সতেজ থাকে।

প্রস্তুত করার সময়ঃ ১০ মিনিট।
রান্না করার সময়ঃ ১৫ মিনিট।
উপকরণঃ

✿ লাউ ১টি,

✿ চিংড়ি মাছ ১কাপ,

✿ আদা ও জিরা বাটা ২ চা চামচ ,

✿ পেয়াজ কুচি ২টি,

✿তেজপাতা ১টি,

✿জিরা  ১ চিমটি, (ফোড়নের জন্য )

✿ সামান্য ধনিয়া পাতা কুচি,

✿ লবণ স্বাদ মত,

✿ কাঁচামরিচ ফালি ৫/৬ টি,

✿হলুদের গুড়া ১/২ চা চামচ

✿ তেল পরিমাণ মত

✿পানি সামান্য

প্রস্তুত প্রনালীঃ


১. প্রথমে চিংড়ি মাছ মাথা ফেলে বেছে পরিষ্কার করে ধুয়ে নিন।

২. এরপর লাউ এর খোসা ফেলে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে রাখুন।

৩. এবার চুলায় কড়াই চাপিয়ে তেল গরম করুন। তারপর চিংড়ি মাছ হালকা লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে ভেজে অন্য পাত্রে তুলে রাখুন। ঐ তেলে আর একটু তেল ঢেলে তেজপাতা ও জিরা দিয়ে ফোঁড়ন দিয়ে পেয়াজ কুচি দিয়ে বাদামী রং ভেজে নিন।

৪. তার মধ্যে উপরের সব উপকরণ গুলো দিয়ে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হলে লাউ ঢেলে দিয়ে নেড়ে কষাতে থাকুন। চুলার আঁচ কমিয়ে দিন।

৫. এবার লাউ সেদ্ধ হয়ে পানি বের হয়ে এলে চিংড়ি মাছ ও ধনিয়া পাতা কুচি ছড়িয়ে ঢেকে দিন।

 ৬. লাউ এর ঝোল ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে সাদা ভাত দিয়ে পরিবেশন করুন।


আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : Shatabdi J.
আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

রেসিপিঃ কাঁচা আম ভর্তা ।আম মাখা (সাধারণ )

কাঁচা আম ভর্তা

এখন কাঁচা আমের দিন। আর কাঁচা আমের ভর্তা খাবো না তা কি করে হয় ! আজ বছরের প্রথম বাজার থেকে ১ কেজি কাঁচা আম নিয়ে আসছে তাই ভর্তার আয়োজন। আমের দামও বটে ! একটু বড় এবং দেখতে ভাল হলে ৬০ টাকা কেজি। দাম করে পরে ৫০ টাকা করে কিনেছিলাম।বুঝতেছি না পাকা আম কত করে কিনতে হবে ??? আমের আঁটি শক্ত হলে আচারের জন্য কয়েক কেজি আম কিনতে হবে। তো চলুন দেখে রেসিপি তে মনোযোগ দেওয়া যাক।

 উপকরণঃ 

কাঁচা আম ২ টি,
কাসুন্দি ২ টেবিল চামচ,
লেবু পাতা ২/৩ টি টুকরা করে নেওয়া , (ভাল ঘ্রাণের জন্য)
শুকনা মরিচ টালা ১/২ টি, (ঝাল বুঝে দিবেন )
লবন পরিমান মত,
চিনি পরিমান মত,
সরিষার তেল ১ টেবিল চামচ,


কাঁচা আম ভর্তা বানানোর প্রনালীঃ

প্রথমে আমের খোসা ফেলে ধুয়ে নিতে হবে। এবার আম গুলোকে পাতলা স্লাইস করে কেটে লবন দিয়ে কচলে ধুয়ে ফেলতে হবে বা  ৫/১০ মিনিট লবন মেখে রেখে দিতে পারেন  {যদি আম ভর্তা খাওয়ার বেশি তারা না থাকে }। এতে আমের বেশি টক থাকলে চলে যাবে।এবার আমগুলো র পানি চেপে ফেলে সব উপকরণ ভাল করে মাখিয়ে নিতে হবে।
টক, ঝাল, মিষ্টি ! ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত


2

Wednesday, September 21, 2016

দারুন মজার আপেলের চাটনি !!!

চাটনী শব্দ টা শুনলেই কেমন যেন জিভে জল যেন দেয় তারপর সেটা যদি হয় দারুন মজার আপেলের চাটনি !!! তাহলে কি হতে পারেন এক বার ভাবুন।


দারুন মজার আপেলের চাটনি !!! || Apple Chutney recipe
টক মিষ্টি স্বাদে আপেলের চাটনী


টক ঝাল মিষ্টির স্বাদে ভরপুর আপেলের চাটনি! ! এটা খুব সহজে এবং তাড়াতাড়ি রান্না করা যায় এমন একটি রেসিপি। সাধারণ ডাল-ভাত বা পোলাও, পরোটার সাথে খাওয়ার মত দারুণ মজাদার  আপেলের চাটনি।

টক ঝাল মিষ্টির স্বাদে ভরপুর আপেলের চাটনি!
আপেলের চাটনি

উপকরণঃ 

আপেল চাক করে কাটা ১ কেজি
আস্ত সরিষা ১ চা চামচ
তেজপাতা ২ টি
শুকনা মরিচ ফাকি ২ চা চামচ
হলুদ গুরা ১/২ চা চামচ
লেবুর রস ১/৪ কাপ
চিনি ১/৪ কাপ
সরিষার তেল ৩/৪ টেবল চামচ
লবণ ২ চিমটি

প্রনালীঃ 

প্রথমে হাড়িতে তেল দিয়ে তেল গরম হলে আস্ত সরিষা দিন এবং তেজপাতা ছেড়ে দিন । ফুটে উঠলেই এতে হলুদ গুঁড়া ,লবন আর চাক করে কাটা আপেল দিয়ে নাড়াচাড়া করুন ২মিনিট , এখন এতে চিনি , লেবুর রস এবং ১ কাপ পানি দিয়ে রান্না করুন ১০ মিনিট , ঝোল টা যখন ঘন হয়ে আসবে আর আপেল্গুলু সিদ্ধ হয়ে নরম হয়ে গেলেই বুঝবেন হয়ে গেছে ।

নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন ভাত, পোলাও, পরোটার সাথে। ফ্রিজে রেখে দেড় থেকে দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এই চাটনি !!

                                                           

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।


Recipe by : Shatabdi J.
নিচে আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

মজাদার রান্না শুঁটকি খেতে যারা ভালোবাসেন, তারা কিন্তু ভালো করে জানেন গরম ভাতের সাথে সুস্বাদু শুঁটকি ভুনার মজা। আজ রইলো মজাদার চ্যাপা শুঁটকি ভুনা রেসিপি ।


Easy Chapa Shutki Vuna
Chapa Shutki Vuna
প্রস্তুত করার সময়ঃ ৫ মিনিট।
রান্না করার সময়ঃ ৮মিনিট। 
উপকরণ :
-চ্যাপা শুঁটকি ৫০ গ্রাম,
-পেঁয়াজ কুচি ২ কাপ,
-রসুন বাটা ৫ টেবিল চামচ,
-শুকনো মরিচ গুঁড়া ২ টেবিল চামচ,
-হলুদ গুঁড়া ১ চা চামচ,
-লবণ স্বাদমতো,
-তেল আধা কাপ,
-সামান্য পানি ,

প্রস্তুত প্রণালি :
শুটকি পরিষ্কার করে হালকা গরম পানিতে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিতে হবে।এবারে হালকা ছেচে বা ছোট করে কেটে নিতে হবে।কড়াইয়ের তেল গরম হলে পিঁয়াজ ও রসুন দিয়ে একত্রে একটু লাল করে ভেজে তাতে শুটকি মাছ ও হলুদ, মরিচের গুঁড়া লবন দিয়ে কষিয়ে অল্প পানি দিয়ে নেড়ে ঢেকে দিন জ্বাল কম করে দিন। কিছুখন পর নেড়ে মাছ সেদ্ধ হয়ে এলে ঘন বা মাখমাখ হয়ে তেল বের হলে জিরারগুড়ো দিয়ে ঝাল লবন চেখে নামিয়ে ধনের পাতা ( ইচ্ছা হলে) দিয়ে সাজিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মজার শুটকি ভুনা।

Chapa Shutki Vuna
Chapa Shutki Vuna

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : ShatabdiJ.


আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh

0

পোড়া খাবারের স্বাদ ফিরিয়ে খাবারকে আরও সুস্বাদু করুন। 

সংগৃহীত


 জেনে নিন “ সুস্বাদু ” করে তোলার ৬টি জাদুকরী টিপস :


রাঁধতে গিয়ে পুড়ে ফেলেনি, এমন রাঁধুনি আছেন নাকি? খাবার পুড়ে যাওয়া মানেই বিচ্ছিরি পোড়া গন্ধ, সাথে কুৎসিত তেতো ভাব। আবার একেক খাবার পুড়ে গেলে একেক রকমের ব্যাপার হয়। তবে হ্যাঁ, এই পুড়ে যাওয়া খাবারকে আবারও সুস্বাদু করে তোলার, পোড়া গন্ধ ও তেতো ভাব দূর করার জন্য আছে দারুণ সব উপায়। পোলাও, রাইস, তরকারি, ভাজি ইত্যাদি কত খাবারই তো পুড়ে যায় রোজ রাঁধতে গিয়ে। কী করবেন? জেনে নিন ৬টি টিপস।

১) ভাত, পোলাও, বিরিয়ানি বা চাল জাতীয় যে কোন খাবার পুড়ে গেলে তেতো হয়ে যায় না। কিন্তু হ্যাঁ, বিচ্ছিরি পোড়া গন্ধ হয়ে যায়। এটা দূর করতে কী করবেন? আছে একটা জাদুকরী উপায়। প্রথমেই যে হাঁড়িতে পোড়া লেগেছে, সেখান থেকে খাবারকে সরিয়ে নিন। অন্য একটি হাঁড়িতে রাখুন খাবার এবং তাঁর ওপরে রাখুন এক টুকরো পাউরুটি এরপর দম দিন কিছুক্ষণ। ব্যাস, আপনার খাবারের পোড়া গন্ধ শুষে নেবে পাউরুটি। কেউ বুঝতেই পারবেন না যে খাবারে পোড়া লেগেছিল।

সংগৃহীত


২) মাংস ভুনা পুড়ে গেছে? পুড়ে গিয়ে একেবারে তলায় লেগে গেছে? সাথে সাথে গ্যাস বন্ধ করে দিন। তারপর মাংসগুলোকে আলতো করে তুলে নিন হাঁড়ির নিচে লেগে থাকা খাবার বাদ দিয়ে। খাবারে তেতো ভাব আছে আর পোড়া গন্ধও। এবার কী করবেন? মাংসকে হাত দিয়ে ভেঙে নিন। তারপর সমপরিমাণ পেঁয়াজ যোগ করে ভালো করে মেখে নিন। এবার প্যানে অল্প তেল দিয়ে ভাজা ভাজা করে নিন এই মিশ্রণকে। ইচ্ছা হলে লবণ, নানান রকমের সস ও মশলা আপনার যা যোগ করতে ইচ্ছা হয় করুন। তৈরি সুস্বাদু দোপেয়াজা।

৩) মাংস বা মাছ কষাতে গিয়ে পুড়ে গিয়েছিল, এখন ঝোলের মাঝেও পোড়া গন্ধ? কিংবা স্যুপ বা অন্য কোন তরল খাবার রাঁধতে গিয়ে পোড়া গন্ধ ও তেতো ভাব হয়েছে? কয়েক টুকরো মিষ্টি কুমড়া কেটে দিয়ে দিন ঝোলে সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটান। সেদ্ধ হয়ে গেলে জ্বাল নিভিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। কুমড়াগুলো উঠিয়ে পরিবেশন করুন।পোড়া গন্ধ বা স্বাদের লেশমাত্র থাকবে না।

৪) যে কোন খাবারের পোড়া ভাব দূর করতে দই, দুধ, চিনি এগুলো অসাধারণ। বিশেষ করে গ্রেভি জাতীয় খাবারে।
খাবার পোড়া লাগলে প্রথমেই সরিয়ে নিন উক্ত পাত্র থেকে। অন্য পাত্রে গ্রেভি জাতীয়
খাবারটি রাখুন, তারপর এতে যোগ করুন ফেটানো টক দই বা দুধ, সাথে চিনি দিতে ভুলবেন না। এবার রান্না করুন আবার। খাবার হয়ে উঠবে সুস্বাদু।

৫) পোড়া ভাব দূর করতে টমেটো সসও ম্যাজিকের কত কাজ দেয়। এমনকি পোড়া ভাজিকে ঠিক করতেও। যে কোন ঝাল খাবারে কেবল যোগ করুন স্বাদ অনুযায়ী টমেটো সস। দেখবেন পোড়া ভাবটার অস্তিত্ব মাত্র থাকবে না।

 

0

Author

authorHello, my name is jui Shatabdi. I am in love with cooking and food photography. This is a place where I shall express myself as a chef and a foodie...
About Me More..



An Authentic Branded Online Shopping Page For Makeup!!

Total Pageviews