Mango Juice |
তো চলুন আজ শেখাবো কীভাবে তৈরি করতে হয় লেবুর সৌরভে কাঁচা আমের জুস?
উপাদান:-
• কাঁচা আম ২ টি
• লেমন রাইড ১ চামুচ
• পানি ২ গ্লাস
• বরফ কুঁচি ১ কাপ
• চিনি স্বাদমতো
• বিট লবণ স্বাদমতো
• লবন স্বাদমতো
• পুদিনা পাতা ১ টেবিল চামচ
• কাঁচা মরিচ ২ টি
কাঁচা আমের জুস |
প্রস্তুত প্রণালী:-
প্রথমেই কাঁচা আমগুলোকে ভালো করে ছিলে ধুয়ে নিতে হবে। এবার একটি সবজি কুড়োনি দিয়ে আমি গুলো গ্রেড করে নিতে হবে। গ্রেট করা আমের সাথে চিনি, বিট লবণ, লবন , পুদিনা পাতা , লেমন রাইড, কাঁচা মরিচ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন।
একটি ব্লেন্ডার আমের মিশ্রণের সাথে ২ গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন । ব্লেন্ড করা শেষ হলে বরফ কুঁচি দিয়ে আরও ২ মিনিট ব্লেন্ড করে তৈরি করে ফেলুন লেবুর সৌরভে কাঁচা আমের জুস। এরপর নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
কাঁচা আমের জুস |
আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।
Shatabdi's CookingRecipe by : Shatabdi J.
আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে Shatabdi's Cooking Like দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
No comments:
Post a Comment