Recent Post

Saturday, March 17, 2018

Bhuna Khichuri recipe
Bhuna Khichuri 

খিচুড়ি খাওয়ার জন্য বাঙালিদের কোনো অকেশনের প্রয়োজন হয় না। তাঁরা যেকোন সিজনে খিচুড়ি খাওয়ার জন্য অকেশন বানিয়ে নেয়। আর ঘরে শুধু মাত্র চাল ডাল থাকলেই খুব সহজে ঝামেলা ছাড়াই খিচুড়ি বানিয়ে ফেলা যায় যখন তখন। তাই আজকে দেখিয়েছি কিভাবে  খুব সহজ করে ভুনা খিচুড়ি রান্না করা যায়।


Bhuna Khichuri Recipe
ভুনা খিচুড়ি রান্নার রেসিপি

উপকরণঃ 
পোলাওর চাল ২ কাপ 
মুগ ডাল ১ কাপ 
মুসুর দল ১ কাপ 
তেল ১/২ কাপ 
কাঁচা মরিচ ৪/৫ টি ফালি 
পিঁয়াজ কুঁচি ১ কাপ 
আদা পেস্ট ১/১২ চামচ 
রসুন পেস্ট ১১/২ চামচ 
হলুদ গুঁড়া ১ চামচ 
মরিচের গুঁড়া ১চামচ
লবন  স্বাদ মত  
গরম মসল্লা ৪ পিস্ 
এলাচ ৪ টি 
তেজপাতা ৩ টি 
ধনিয়াপাতা  (ইচ্ছা)
ঘি (ইচ্ছা )
 মজাদার ভুনা খিচুড়ি
ভুনা খিচুড়ি

প্রস্তুত প্রনালীঃ

1

Saturday, December 16, 2017

Hasher Mangsho Recipe
ট্রাডিশনাল হাঁসের মাংস ভুনা


শীতের আমেজে মনটা যেন বেশিই খাই খাই করে হিহি।আর শীতে হাঁসের মাংসের তো কোনো তুলনা হয় না।আমি এবং আমার পরিবার সবাই হাঁসের মাংসের খুব পছন্দ করি।তাই তৈরী করেছি ট্রাডিশনাল হাঁসের মাংস ভুনা। আর এই অথেনটিক রেসিপিটি আমার চ্যানেলে আপলোড করেছি তাছাড়া ও নতুন নতুন রেসিপি দেখতে  এখনই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।

চ্যানেলের লিংক : https://www.youtube.com/channel/UChbuzepxSsCaTCEUWUYaHmQ


উপকরণঃ হাঁস ১ টি / ১ কেজি 
 পিঁয়াজ কুচি ১১/২ কাপ 
পিয়াজ বাটা ৪ টেবিল চামচ 
রসুন বাটা ২ টেবিল চামচ 
আদা বাটা ১ টেবিল চামচ 
জিরা গুঁড়া ১ টেবিল চামচ 
গোটা গরম মসল্লা ৩ টি 
এলাচ ৩ টি 
তেজ পাতা ২ টি 
লবঙ্গ ২ টি 
হলুদের গুঁড়া ২ চামচ 
মরিচের গুঁড়া ৪ চামচ 
গরম মসল্লার গুড়ি ২ চামচ 
স্বাদ মত লবন 
রান্নার জন্য তেল। 


ট্রাডিশনাল হাঁসের মাংস ভুনা
হাঁসের মাংস ভুনা

প্রনালীঃ প্রথমে মাংস কেটে ভাল করে বেঁছে ধুয়ে নিতে হবে।
এবার কড়াইতে ১ কাপ তেল দিয়ে তাতে গোটা গরম মসল্লা গুলি দিয়ে ১ মিনিট ভেজে নিতে হবে। 
মসল্লা দিয়ে গন্ধ বের হলে পিয়াজ কুচি দিয়ে আরো ২ ভেজে নিতে হবে। এবার পিয়াজের কালার বাদামি হলে তাতে পিয়াজ বাটা , রসুন বাটা দিয়ে ভেজে নিতে হবে। মসল্লার কাঁচা গন্ধ দূর হয়ে ভাজা ভাজা হলে হলুদ গুঁড়া ,মরিচের গুঁড়া, জিরা গুঁড়া ,আদা বাটা দিয়ে সামান্য পানি দিয়ে ২-৩ মিনিট কষাতে হবে। মশল্লা কষানো হলে মাংস দিয়ে ভাল ভাবে নেড়ে স্বাদ মত লবন দিয়ে ডেকে দিতে হবে। প্রায় ১৫ মিনিট কষানোর পর যখন মশল্লা প্রায় শুকিয়ে আসবে তখন ফুটন্ত গড়ম পানি দিয়ে মাংস ভালো ভাবে নেড়ে ডেকে আবার ২০ মিনিটের মত রান্না করতে হবে। 
যখন মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে তেল উপরে উঠে আসবে তখন গরম মসলার গুড়ি দিয়ে আবারো ভালো ভাবে মিশিয়ে চুলা বন্ধ করে হাড়িতে ঢাকনা লাগিয়ে দিতে হবে। 
পরিবেশনের ঠিক আগে সারভিং ডিশে ঢেলে সার্ভ করতে হবে।

এবার সাদা ভাত ,পোলাও ,রুটি  বা পরোটার সাথে পরিবেশন করুন এই সুস্বাদু হাঁসের মাংস ভুনা 



আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking Recipe by : Shatabdi J.




আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Sunday, June 11, 2017

mango milkshake recipe in bangla
mango milkshake
গ্রীস্মকালের সব চেয়ে বড় আশীর্বাদ হল ফলের রাজা আম। তবে গ্রীস্মকালে খুব অল্প  সময়ের জন্যই আম পাওয়া যায়। যদিও এই অল্প সময়ে আম খেয়ে মন ভরানো কঠিন। মন ননা ভরলেও কিছু করার নেই প্রকৃতি এই ব্যপারে একটু অবিচারই করেছে। তবুও যে কয়দিনই আম পাওয়া যায় সে কয়দিন তো ইচ্ছা মত আম খেতে তো কোনো অসুবিধা নেই। তাই আম খাব এবং আমের বিভিন্ন পদ তৈরী করে সবাইকে খাওয়াবো। হি হি হি!!!  আমার অভিমত.....
তাই আজকে তৈরী করেছি ম্যংগো মিল্কশেক।

উপকরণ :
- ঠান্ডা তরল দুধ ১ গ্লাস
-পাকা আম ১ টি টুকরো করা
-চিনি ১ টেবিল চামচ বা নিজের স্বাদ মতো
-বরফ ৭-৮ টুকরা

প্রথমে ব্লেন্ডারের সব চেয়ে বড় জগটি নিতে হবে এবার ওই জগের মধ্যে একে একে আম ,দুধ ,চিনি দিয়ে ঢাকনা লাগিয়ে ৩-৪ সেকেন্ড ব্লেন্ড কের নিতে হবে।আর আমে যদি শাষ থাকে তাহলে ছেকে নিতে পারেন। এবার গ্লাসে ঢেলে উপর দিয়ে কিছু আইস কিউব দিয়ে পরিবেশন করুন।

ম্যাংগ মিল্কশেক রেসিপি
ম্যাংগ মিল্কশেক
আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cookin Recipe by : Shatabdi J.



আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Friday, June 9, 2017

How to Make Powdered Sugar at Home
Powdered Sugar 
সাধারণ চিনির পরিবর্তে শুধুমাত্র পাউডার সুগার ব্যবহারেই কেক, পেস্ট্রি, কুকি এবং বেকিংয়ের অন্যান্য খাবারের স্বাদ পাল্টে দেয়া যায় খুব সহজেই। অনেক সময় বড় দানার চিনির কারণে খাবারের মূল টেক্সচার একেবারেই নষ্ট হয়ে যেতে পারে। আপনি চাইলে কয়েক মিনিটেই পাউডার সুগার তৈরি করে ফেলতে পারেন তাও মাত্র ২/৩ মিনিটে। জানতে চান কীভাবে? চলুন জেনে নেয়া যাক।

চিনি - ১কাপ।
ব্লেন্ডার / শীল পাটা


প্রণালী  প্রথমে চিনি গুলে কে শীল পাটায় বেটে নিন বা  ব্লেন্ডার করে নিন। এরপর চালনিতে চালুন গুড়া চিনিই আইসিং সুগার বা পাউডার সুগার । এবার ১ চিমটি চিনি মুখে দিয়ে দেখুন চিনি গুলো আর কিচকিচ করছে না। আবার এই পাউডার সুগার দিয়ে বানিয়ে ফেলুন ড্রিঙ্কস ,ডেজার্ট ,ক্রিম ,কেক, প্রেস্টি ,ইত্যাদি।

ঘরে তৈরি করুন পাউডার সুগার
পাউডার সুগার

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cookin Recipe by : Shatabdi J.




আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Thursday, June 8, 2017

দুই স্বাদে  মচমচে বেগুনি বানানোর পারফেক্ট রেসিপি
মচমচে বেগুনি
১ ম রেসেপির বেসনের গোলা তৈরিঃ
বেসন ১ কাপ
চালের গুরা/ মইদা/ কর্ণ ফ্লাউর /সুজি ১/৪ কাপ
হলুদ হাফ চা চামুচ
মরিচ হালফ চা চামুচ
লবণ
বেকিং পাউডার ১ চিমটি
আদা ও রসুন বাটা হাফ চা চামুচ করে
পর্যাপ্ত পরিমানে পানি

Bangladeshi Beguni Recipe
Beguni Recipe

২ য় রেসেপির বেসনের গোলা তৈরিঃ
বেসন ১ কাপ
চালের গুরা/ মইদা/ কর্ণ ফ্লাউর /সুজি ১/৪ কাপ
হলুদ হাফ চা চামুচ
মরিচ হালফ চা চামুচ
লবণ
বেকিং পাউডার ১ চিমটি
আদা ও সরিষা  বাটা হাফ চা চামুচ করে
এবং সামান্য কালো জিরা
পর্যাপ্ত পরিমানে পানি
মচমচে বেগুনি বানানোর পারফেক্ট রেসিপি
 মচমচে বেগুনি

 প্রনালীঃ বেগুন গুলো পাতলা পাতলা স্লাইস করে কেটে পানি দিয়ে ধুয়ে সামান্য লবন মেখে রেখে দিতে হবে। 
এবার চুলায় কড়াই দিয়ে তাতে বেগুনি ডুব তালে ভাজা যাই এমন তেল দিয়ে গরম করে নিতে হবে। 
তেল গরম হলে বেসনের গলায় বেগুন গুলো চুবিয়ে একটা একটা করে বেগুনি তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। 
বার বার উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে ভেজে টিসু ছড়ানো থালায় রেখে বাড়তি তেলটা জড়িয়ে পরিবেশন করতে হবে। 

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cookin Recipe by : Shatabdi J.




আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Thursday, June 1, 2017

সবাইকে রমজান মুবারক। রমজান মাসে ইফতারের টেবিলে পিঁয়াজু ছাড়া ইফতার টেবিল প্রায় অসম্পূর্ন থাকে। তাই সেই অসম্পূর্ন  সম্পূর্ণ করতে আজ মুচমুচে পেঁয়াজু বানানোর রেসিপি নিয়ে হাজির হয়েছি। অনেকেই হয়ত ভাবছেন এটাতো খুব কম দামে পাড়ার মোড়ে দোকানে পাওয়া যায় তাহলে কেন বাসায় ঝামেলা করব !! তাদের কে বলি আমি কিন্তু বাটাবাটির ঝামেলা ছাড়াই এই পিঁয়াজু তা তৈরী করেছি। কিভাবে ?? তাহলে দেখুন নিচের ভিডিওটি !!

Iftar recipe bangladeshi.
Piyaju Recipe


উপকরন

- মুসুর ডাল ১ কাপ ডালের ১/৩ ডাল কম
-খেসারির ডাল ১/৩ কাপ
- পিয়াজ কুচি ১.৫ কাপ
- আদা বাটা ১/২ চামচ
- রসুন বাটা ১/২ চামচ
- ধনিয়া গুঁড়া ১/২ চামচ
- জিরা গুঁড়া ১/২ চামচ
- মরিচ এর গুঁড়া ১/২ চামচ
- হলুদ গুঁড়া ১/২ চামচ
- লবন পরিমান মতো
- কাঁচা মরিচ পরিমান মতো
- তেল পরিমাণমতো

 পিয়াজু বানানোর রেসিপি
মুচমুচে পেঁয়াজু 

প্রনালীঃ 
প্রথমে ডাল ২-৩ ঘন্টা ভিজিয়ে নিতে হবে।ভিজানো ডাল পাটায় বেটে বা বেলেন্ডারে আধভাঙা করে বেটে নিতে  হবে।তারপর ডালের ভিতর সামান্যে লবন, বেশি করে পেয়াজ কুচি, আদা, জিরা, ও রসুন বাটা, কাচা মরিচ কুচি, হলুদের গুড়া ও ধনিয়া পাতা কুচি দিয়ে এক সাথে ভাল করে মিশিয়ে নিন।

এবার চুলায় একটি পাত্র দিয়ে বেশি আঁচে গরম করে নিন।তারপর পাত্রে পরিমান মত তেল দিয়ে গরম করতে থাকুন।এবার ডাল বাটা হাতে গোল চ্যাপ্টা করে গরম ডুবো তেলে ছেড়ে দিয়ে ভাঁজতে থাকুন।পিয়াজু ভেজে অন্য একটা পাত্রে টিস্যু পেপার রেখে তার ওপর রাখুন।

এবার গরম পিয়াজু ইফতারে সস বা বুট মুড়ির সাথে পরিবেশন করতে পারেন।

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking  Recipe by : Shatabdi J.




আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Sunday, May 28, 2017

Raw Mango Juice
Mango Juice

গ্রীষ্মের দুপুর মানেই সূর্যের প্রচন্ড তাপ আর খাঁ খাঁ রোদ্দুরে তপ্ত বাতাসে আগুনের হলকা ।এমন সময় যদি হাতের কাছে এক গ্লাস ঠান্ডা জুস পাওয়া যায় : আহঃ কি শান্তি !!  যেহেতু চারিদিকে কাঁচা আমের ধুম।তাহলে কাঁচা আমের জুসই বা কেন নয় ??
তো চলুন আজ শেখাবো কীভাবে তৈরি করতে হয় লেবুর সৌরভে কাঁচা আমের জুস?
উপাদান:-
• কাঁচা আম ২ টি
• লেমন রাইড ১ চামুচ 
• পানি ২ গ্লাস
• বরফ কুঁচি ১ কাপ
• চিনি স্বাদমতো
• বিট লবণ স্বাদমতো
• লবন  স্বাদমতো
• পুদিনা পাতা ১ টেবিল চামচ 
• কাঁচা মরিচ ২ টি
কাঁচা আমের জুস তৈরির রেসিপি
কাঁচা আমের জুস
প্রস্তুত প্রণালী:-
প্রথমেই কাঁচা আমগুলোকে ভালো করে ছিলে ধুয়ে নিতে হবে। এবার একটি সবজি কুড়োনি দিয়ে আমি গুলো গ্রেড করে নিতে হবে। গ্রেট করা আমের সাথে চিনি, বিট লবণ, লবন , পুদিনা পাতা , লেমন রাইড, কাঁচা মরিচ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন।
একটি ব্লেন্ডার আমের মিশ্রণের সাথে ২ গ্লাস পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন । ব্লেন্ড করা শেষ হলে বরফ কুঁচি দিয়ে আরও ২ মিনিট ব্লেন্ড করে তৈরি করে ফেলুন লেবুর সৌরভে কাঁচা আমের জুস। এরপর নিজের পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
Green mango Juice
কাঁচা আমের জুস
আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।
 Shatabdi's Cooking
Recipe by : Shatabdi J.


আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Saturday, May 27, 2017

অনেকে হোটেলের মিক্সড সবজিটা খুব পছন্দ করে, ভাবে সকালের নাস্তায় বাসাই পরোটা তৈরি করলেও সবজিটা হোটেল থেকে নিয়ে আসতেই হবে। অত সুন্দর করে বাসাই রান্না করতে পারব না। কিন্তু সেই ধারনাটা একদম ঠিক নয়, আপনি ইচ্ছা করলে বাসাই তৈরি করতে পারবেন হোটেলের সুস্বাদু মিক্সড সবজি। চলুন তাহলে জেনে নেই হোটেলের মিক্সড সবজিটির রেসিপি।

Bangladeshi Vegetable Recipe
 Vegetable Recipe
যে উপকরন লাগবে

সবজি– ৬-৭ রকমের (আমি নিয়েছিঃ পেঁপে, মিস্টিকুমড়া, মটর,শিম, আলু, ফুলকপি, বেগুণ, কাঁচা টমাটো, গাজর– সব সবজি কিউব বা ছোট করে কাটা আর সমপরিমাণ করে নিতে হবে। এখানে ১ কাপ করে নেয়া),
ছোলার ডাল– ১/২ কাপ,
পেঁয়াজ কুচি– ২-৩টি বড়,
কাঁচামরিচ ফালি– ৮-১০টি,
হলুদ+ধনে গুঁড়া– ১ চা চামচ,
মরিচের গুড়া+জিরা গুঁড়া– ১/২ চা চামচ,
ধনেপাতা কুচি– ১ মুঠো,
লবণ— স্বাদমতো,
তেল– রান্নার জন্যে ২ টেবিল চামচ।

ফোঁড়নের জন্যে লাগবে

থ্যাতো করা রসুন– ৬-৭কোয়া,
শুকনামরিচ– ৩-৪টি,
অল্প একটু গরম মসলা,
তেজপাতা–২-৩টি,
আস্ত জিরা– দেড় চাচামচ এবং
তেল-পরিমাণমত।

যেভাবে তৈরি করতে হবে

মিক্সড সবজি রান্না করতে হলে প্রথমে ছোলার ডাল ৩০মিনিট আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। ডাল ফুলে উঠলে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে।

এবার হাঁড়িতে সব সবজি ও ডাল নিয়ে তাতে অর্ধেক পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ-মরিচ-ধনিয়া-জিরা গুঁড়া, দুই টেবিল চামচ তেল ও লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমনভাবে মাখাতে হবে, যেন সবজির গায়ে মসলা বেশ ভালোভাবে লেগে যায়। সবজি মাখানো হলে হাত ধোয়া পানি দিয়ে দিতে হবে। বেশী পানি দেওয়ার দরকার নেয়। সবজি ও পানি সমান-সমান থাকলেই হবে।

এইবার হাঁড়িটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে হবে। এবার পানি ফুটে উঠলে আঁচ মাঝারি করে রান্না করতে হবে। মাঝে মাঝে আলতো করে কাঠের খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে। পেঁপে আর আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনা খুলে দিতে হবে। যদি দেখেন, সবজিতে পানি বেশী রয়ে গেছে তখন চুলার আঁচ বাড়িয়ে পানি টানিয়ে নিতে হবে।

পানি টেনে আসলে ধনেপাতা মিশিয়ে হাঁড়িটি চুলা থেকে নামিয়ে ঢেকে রাখতে হবে অথবা এক চুলায় সবজির হাঁড়ি রেখে অন্য চুলায় ফোঁড়নের জন্যে প্যান বসাতে হবে। প্যানে তেল গরম করে বাকি অর্ধেক পেঁয়াজ ও রসুন দিয়ে ভেজে নিতে হবে। । পেঁয়াজ-রসুন হালকা বাদামি হলে তার মধ্যে আস্ত জিরা, শুকনো মরিচ আস্ত ৩-৪টি, অল্প গরম মসলার গুড়া ও তেজপাতা দিয়ে একসাথে একটু নেড়ে, এই মিশ্রণটি সবজির ওপর ঢেলে সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে। হয়ে গেলো হোটেলের স্বাদে সবজি রেসিপিটি।

** সকালের নাস্তায় রুটি-পরোটার সাথে পরিবেশন করুন দারুন মজার বাংলাদেশী হোটেল-স্টাইল মিক্সড সবজি। ভাতের সাথেও পরিবেশন করতে পারেন।

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : Shatabdi J.



আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh
0

Sunday, May 14, 2017

Fish Curry Bangladeshi Recipe
শিং মাছের ঝোল 


উপকরন ও পরিমানঃ
– শিং ৮-১০ টি 
_ফুলকপি এবং আলু ১০ টি 
– পেঁয়াজ কুচি ১/২ কাপ 
– আদা বাটাঃ হাফ চামচ
– রসুন বাটাঃ এক চা চামচ
– মরিচ গুড়াঃ হাফ চামচ
– হলুদ গুড়াঃ হাফ চা চামচের কম
– লবনঃ পরিমান মত, দুই ধাপে
– তেলঃ ৪/৫ টেবিল চামচ (তেল কম দিয়ে রান্নাই ভাল)
– কাঁচা মরিচঃ দুইটা/চারটা (মরিচ পছন্দ করলে না চিঁরে আরো কয়েকটা দিতে পারেন)
– পানিঃ পরিমান মত 
_তেল  পরিমান মত 
-ধোনে পাতা ইচ্ছা 
ফুলকপি দিয়ে শিং মাছের ঝোল
শিং মাছের ঝোল

প্রনালীঃ 
প্রথমে মাছ গুলো পরিষ্কার করে সামান্য হলুদ, লবন দিয়ে ভেজে নিতে হবে। 
মাছে দেওয়ার জন্য তরকারি মানে ফুলকপি ও আলু গুলোও ভেজে তুলে রাখতে হবে। 
এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে  পেঁয়াজ কুচি ছেড়ে দিতে হবে। পেঁয়াজ গুলো ভাজা হলে প্রথমে বাটা মসল্লা এবং পরে গুঁড়া মসল্লা দিয়ে সামান্য পানি দিয়ে মসল্লাটা ভালো করে কষিয়ে নিতে হবে। 
মসল্লা কষানো হলে এর ভিতর ফুলকপি এবং আলু গুলো দিয়ে আরও ২-৩ মিনিট কষিয়ে নিতে হবে। 
সবজি গুলো কষানো হলে পরিমান মত পানি দিয়ে বলক না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 
এবার ঝোলের মধ্যেই মাছ গুলো ছেড়ে দিয়ে আরও ১০ মিনিট রান্না করতে হবে। 
উপর দিয়ে কাঁচামরিচ ও ধোনেপাতা ছিটিয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ।  

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking

Recipe by : Shatabdi J.



আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh


0

Bangladeshi style Golda Chingri Vuna Recipe
Golda Chingri Vuna 
উপকরণ: গলদা চিংড়ি – ৪/৫টি;
পেঁয়াজ কুঁচি – ১/২ কাপ;
পেঁয়াজ বাটা - ১/২ কাপ;
আদা বাটা – ১ চা চামচ;
 রসুন বাটা – ২ চা চামচ;
জিরা বাটা -১ চা চামুচ ;
ধনিয়া গুঁড়া  - ১ চা চামুচ ;
মরিচ গুঁড়া – ১ চা চামচ;
 হলুদ গুঁড়া – ১ চা চামচ;
লবণ – স্বাদমত;
তেল – পরিমাণমত.
কাঁচা মরিচ ৩-৪ টি
গোটা গরম মশল্লা ৩-৪ টি

Bengali Prawn Curry Recipe
Prawn Curry Recipe
প্রস্তুত প্রণালি: প্রথমে চিংড়ি মাছ গুলোর খোসা না ছাড়িয়ে কাঁচি দিয়ে পেট ও মাথার কাছে ময়লা কেটে ভালভাবে পরিষ্কার করে ধুইয়ে নিন।
এরপর সামান্য লবন ,হলুদ,মরিচ দিয়ে মেখে নিন। কড়াইয়ে ৩/৪ কাপ তেল দিয়ে হালকা করে ভেজে নিন। আবার বাকি তেলে গোটা গরম মশল্লা দিয়ে পিয়াজ কুচি ছেড়ে দিন।পিয়াজ হালকা ভাজা হলে বাকি বাটা ও গুঁড়া মশল্লা দিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মসল্লা কষানো হলে মাছ সিদ্ধ হওয়ার মত পর্যাপ্ত পানি দিয়ে দিন। এবার পানিতে  বলক এলে ভাজা চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে। ১০ মিনিট মাছ গুলো অল্প আঁচে রান্না করুন।

পানি শুকিয়ে তেল উপর ওঠে এলে কাঁচা মরিচ দিয়ে চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে ৫-১০ মিনিট দমে রাখতে হবে।
১০ মিনিট পর সাদা ভাত বা পোলাও , খিচুড়ির সাথে পরিবেশন করুন এই মজাদার গলদা চিংড়ির ভুনা।

 Golda Chingri Vuna Recipe
 Golda Chingri Vuna
আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।

 Shatabdi's Cooking
Recipe by : ShatabdiJ.




আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh

0

Author

authorHello, my name is jui Shatabdi. I am in love with cooking and food photography. This is a place where I shall express myself as a chef and a foodie...
About Me More..



An Authentic Branded Online Shopping Page For Makeup!!

Total Pageviews