রেসিপিঃ কাঁচা আম ভর্তা ।আম মাখা (সাধারণ )
উপকরণঃ
কাঁচা আম ২ টি,কাসুন্দি ২ টেবিল চামচ,
লেবু পাতা ২/৩ টি টুকরা করে নেওয়া , (ভাল ঘ্রাণের জন্য)
শুকনা মরিচ টালা ১/২ টি, (ঝাল বুঝে দিবেন )
লবন পরিমান মত,
চিনি পরিমান মত,
সরিষার তেল ১ টেবিল চামচ,
কাঁচা আম ভর্তা বানানোর প্রনালীঃ
প্রথমে আমের খোসা ফেলে ধুয়ে নিতে হবে। এবার আম গুলোকে পাতলা স্লাইস করে কেটে লবন দিয়ে কচলে ধুয়ে ফেলতে হবে বা ৫/১০ মিনিট লবন মেখে রেখে দিতে পারেন {যদি আম ভর্তা খাওয়ার বেশি তারা না থাকে }। এতে আমের বেশি টক থাকলে চলে যাবে।এবার আমগুলো র পানি চেপে ফেলে সব উপকরণ ভাল করে মাখিয়ে নিতে হবে।টক, ঝাল, মিষ্টি ! ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত
আসসালামু আলাইকুম আপু আপনার কয়েকটা রেসিপি দেখেছি ও ভাল লেগেছে। তাই আপনার কয়েকটা রেসিপি আমার ওয়েবসাইটে দিতে চাই। আমার সাইটের ঠিকানা www.recipebook.com.bd ও আমার সাথে যোগাযোগের ঠিকানা www.facebook.com/rajon988
ReplyDeleteঅবশ্যই আপনার ওয়েবসাইডে আমার যেকোন রেসিপি শেয়ার করতে পারেন। তবে রেসিপি ক্রেডিট এর জাগায় আমার You Tube Chanal এর লিংক টা দিবেন।Please & Thank You ...
Deletehttps://www.youtube.com/channel/UCPAZl7kA1Gm9hZQGk-kF48A/featuredsub?sub_confirmation=1