Shatabdi's Cooking Owner |
Hi,
আমি জুই-শতাব্দী। আমি রান্না করতে এবং রান্না নিয়ে Experiment করতে ভালবাসি।আমার রেসিপি, ভাবনা ও ভাললাগা গুলো আমার ব্লগের মাধ্যমে প্রকাশ করি। এটা প্রধানত বাংলাদেশী রান্নার ওয়েবসাইটের তবে এটা বিভিন্ন প্রকার রান্নার রেসিপি নিয়ে সাজানো হবে।সময়ের পরিবর্তনের সাথে মানুষের দৃষ্টিভঙ্গি, রান্না, খাওয়ার রুচির ও পরিবর্তন হয়। বিভিন্ন বিদেশী মুখরোচক খাবারের প্রতি আমাদের দিন দিন আকর্ষণ বাড়ছে।আর সেই সাথে আমাদের বাংলার ঐতিহ্যপূর্ণ খাবারের বিলুপ্তি ঘটছে।যারা বাংলা রান্না করতে বা খেতে ভালবাসে তদের কথা চিন্তা করেই আমার এই ক্ষুদ্র প্রায়াস।যারা একদমই নতুন রাধুনী তাদের জন্য রেসিপি সহজ ভাবে বুঝার সুবিধার্থে প্রতিটি রান্নার সাথে ভিডিও দেওয়া আছে।
আমার ব্লগটি এখন প্রাথমিক পর্যায় আছে আমি প্রতিদিন আমার স্বপ্নের দিকে একটু একটু করে আগাছি। এমনি করেই হয়ত একদিন আমার ব্লগটি সমৃদ্ধশালী হয়ে উঠবে। কিন্তু তার জন্য চাই আপনাদের সহযোগিতা ও আশির্বাদ। আপনাদের আশির্বাদ থাকলেই সব সম্বভ হবে।
এবার আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু লিখতে শুরু করলাম।আমার 😍মা😍 খুব ভাল রান্না করে।আমার কাছে আমার মায়ের রান্নাই পৃথিবীর সবচেয়ে ভাল রান্না👌। আমি হাজার অনুকরণের চেষ্ঠা করে ও তার মত রান্না করতে পারি না😜।কিন্তু অনুকরণের চেয়ে মার হাতের রান্না খেয়ে বেশি তৃপ্তি পাই ।মনে হয় পৃথিবীর সব বাচ্চাদের কাছে তাদের মায়ের হাতের রান্না শ্রেষ্ঠ। আমাকেও এই problem এর সমুখীন হতে হয়।আমার ছেলের কাছে আমার রান্নাই সেরা😂😜।
MY FAMILY |
আমার ছেলের নাম শুদ্ধ 💜। এবং তার বয়স এখন ৬ বছর। আমার রান্নার সব চেয়ে বড় শ্রোতা হল আমার 💜Husband & আমার ছেলে💜। After All এই দুজনাকেই ত আমার সব Experiment গুলো খেতে হয় 😛😛।হা হা হা !!!🙈🙈😜
Thank You to Everyone, Who Take Time Out to Their Busy Life to Read Which I Share...
No comments:
Post a Comment