Saturday, November 26, 2016

লেবুর স্বাদে মজাদার ইলিশ মাছের ভর্তা || Hilsha fish Vorta|| Ilish macher Vorta / ইলিশ মাছের ভর্তা





Hilsha fish Vorta
ইলিশ মাছের ভর্তা 

উপকরণ : 
ইলিশ মাছের টুকরো ৩-৪টি,
পেঁয়াজ কুচি আধা কাপ,
রসুন ২ টেবিল চামচ ,
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,
কাঁচামরিচ ১/২ টি ,
শুকনো মরিচ ৪/৫ টি,
হলুদ গুঁড়া ১ চা চামচ,
মরিচ গুঁড়া ১ চা চামচ,
লেবু ১ টুকরো ,
লবণ স্বাদ অনুযায়ী,
 তেল ভাজার জন্য।
 লেবুর স্বাদে মজাদার ইলিশ মাছের ভর্তা
 ইলিশ মাছের ভর্তা

প্রস্তুত প্রণালি :  

মাছের টুকরো ভালো করে ধুয়ে এতে মসলা ও লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন।
⇴কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিন।
⇴এবার ওই তেলে পেঁয়াজ, রসুন,কাঁচামরিচ,শুকনা মরিচ ভাল করে ভেজে নিন।
⇴মাছ ঠাণ্ডা হলে কাঁটা বেছে নিন।
⇴প্যানে সামান্য তেলে ম্যাচটাকে আরও একটু হালকা টেলে নিন।
⇴এখন মাছের সঙ্গে ভাজা পেঁয়াজ, রসুন,মরিচ ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিন।
⇴এবার সব শেষে এক টুকরো লেবু নিয়ে চিপে রস বের করে ভর্তার সাথে আরো একটু মিক্স করে তৈরি করুন মজাদার  ইলিশ মাছের ভর্তা
⧭ গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই লেবুর স্বাদে মজাদার ইলিশ মাছের ভর্তা
 Hilsha fish Vorta
মজাদার ইলিশ মাছের ভর্তা
Recipe by : ShatabdiJ.

আপনাদের রেসিপিটি বোঝার সুবিধার্থে ভিডিও টি দেখুন। নিত্য-নতুন রান্নার আপডেট পেতে  অবশ্যই আমাদের YouTube channel Subscribe করতে ভুলবেন না।


আরও অনেক নিত্য-নতুন রান্নার রেসিপি আছে চাইলে দেখতে পারেন।
আমাদের ফেইজবুক পেইজে  Shatabdi's Cooking Like  দিয়ে সবসময় সাথেই থাকুন।
***এমন আরও সহজ নিত্য-নতুন রান্নার রেসিপি পেতে join করুন আমাদের রান্নার গ্রুপ Tasty Bangladesh তে।
group link Tasty Bangladesh

No comments:

Post a Comment

Author

authorHello, my name is jui Shatabdi. I am in love with cooking and food photography. This is a place where I shall express myself as a chef and a foodie...
About Me More..



An Authentic Branded Online Shopping Page For Makeup!!

Total Pageviews